ভাবগম্ভীর পরিবেশে জংলা কালীবাড়িতে বিশ্বশান্তি যজ্ঞ ও মেলা
বদরপুর : বদরপুরের শ্রীশ্রী জংলা কালীবাড়ি মন্দিরে ৮০তম মকরসংক্রান্তি ও বিশ্বশান্তি যজ্ঞ উপলক্ষে ১৫ ও ১৬ জানুয়ারি বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়৷ বিশ্বশান্তি কামনায় প্রতি বছরের মতো এবারও মকরসংক্রান্তি উপলক্ষে বদরপুরঘাট জংলা কালীবাড়িতে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী যজ্ঞ ও মেলা৷ এবার ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি রেকর্ড তৈরি করেছে বলে জানা গেছে৷ সোমবার মকরসংক্রান্তি দিন অনুষ্ঠানের সূচনা হয়৷ এ দিন সকালে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে মহিলাদের এক বিশাল শোভাযাত্রা বের হয়৷ নাগাড়ে শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে প্রায় ২ ঘন্টা শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি৷ বরাকনদী থেকে কালীমায়ের অভিষেকের জন্য কলসীতে জল নিয়ে মন্দিরে ফিরে আসেন মহিলারা৷ এরপর নিয়ম মতো শুরু হয় বিশ্বশান্তি কামনায় মহাযজ্ঞের ১ম পর্ব৷ ফলে সোমবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু হয় কালীবাড়িতে৷ দিনভর ছিল ভজন, কীর্তন, পূজার্চনা৷ পুজোয় অংশ নিতে দূর-দূরান্ত থেকে এসে ছিলেন সাধু-সন্তরা৷
মঙ্গলবার ছিল ৮০তম বিশ্বশান্তি যজ্ঞের মূলপর্বের অনুষ্ঠান৷ যজ্ঞকে কেন্দ্র করে সকাল ১১টা থেকে সন্ধ্যারাত পর্যন্ত আনুমানিক লক্ষাধিক মানুষের সমাগম হয়৷ মনোবাসনা পূরণের আসায় নারকেল ও ফল যজ্ঞে আহুতি দিয়েছেন ভক্তরা৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল প্রশাসনের৷ এ উপলক্ষে জংলাকালীবাড়ির টিলার ওপর এক মেলাও বসে৷
উৎসব কমিটির সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য ও সম্পাদক মিঠুন শুক্লবৈদ্য জানিয়েছেন, পুজোয় আগত ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে সক্রিয় ছিলেন সবাই৷ এছাড়াও অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করতে ভারত স্কাউট এন্ড গাইড, সঙ্ঘ পরিবার সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও সক্রিয় ছিলেন৷