Updates

মকইভাঙায় সড়ক দুর্ঘটনায় আহত পথচারী, অবরোধ

করিমগঞ্জ : মকইভাঙায় ৩৭ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷ এ দিন বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখী একটি ট্রাক বাবলু আহমেদ নামের এক পথচারীকে সজোরে ধাক্কা মারে৷ এতে সড়কের ওপর লুটিয়ে পড়েন বাবলু৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে প্রেরণ করেন৷

মকইভাঙায় ৩৭ নং জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ৷ এ নিয়ে দীর্ঘদিন ধরে ফুঁসছিলেন মানুষ৷ শনিবার দুর্ঘটনার পর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে৷ কিছু সংখ্যক উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে৷

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙা পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ এবং বদরপুর ট্রাফিক ইনচার্জ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তারা৷ আহত বাবুল হাসপাতালে চিকিৎসাধীন৷

Show More

Related Articles

Back to top button