মখই ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন
ভাঙ্গা ও বদরপুর প্রতিনিধি : একটি অল্টো ও ক্রয়টো গাড়ির সংঘর্ষে দু’জন গুরুতর জখম হলেন৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টায়৷ বর্তমানে আহতদের চিকিৎসা চলছে শিলচর মেডিক্যালে৷
সূত্রের খবর, বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়া AS 10 F 7949 নম্বরের ক্রোয়টো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা AS 01 AE 8955 নম্বরের একটি অল্টো গাড়ির৷ এতে গুরুতর আহত হন ক্রোয়টো গাড়ির চালক সহ এক আরোহী৷ পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠান৷
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সড়কের মধ্যে অসংখ্য গর্ত রয়েছে৷ আর এসব গর্ত এড়িয়ে যেতে গিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়৷ অন্যদিকে, জাতীয় সড়কের পাশে অবৈধ পার্কিং ও দুর্ঘটনার একটি বিশেষ কারণ বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা৷
উল্লেখ্য, এই দুর্ঘটনায় আহত হন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার মইনা জিপি সভাপতি সামিম আহমদ তাপাদার সহ জহিরুল হক নামের আরেক ব্যক্তি৷