Barak Valley

পাথারকান্দির সড়কের বেহাল দশায় তিতিবিরক্ত জনগণ; সংস্কারের দাবিতে সার্কল অফিসারকে স্মারকপত্র যুব কংগ্রেসের

পাথারকান্দি : পাথারকান্দির বেহাল জাতীয় সড়ক সহ বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে সোমবার বিকেলে পাথারকান্দি যুব কংগ্রেসের পক্ষ থেকে সার্কল অফিসারের হাতে স্মারকপত্র প্রদান করা হয়৷ করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে এদিন এক প্রতিনিধি দল সার্কল অফিসারের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকপত্র তুলে দেন৷

এতে উল্লেখ করা হয়, অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের হাতিখিরা নতুন বাইপাস পয়েন্ট থেকে লোয়াইরপোয়া মোটর স্ট্যান্ড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন৷ অনেকে বেহাল সড়কটি এড়ানোর জন্য হাতিখিরা চা বাগানের রাস্তা ব্যবহার করেছেন৷ সংস্কারের অভাবে ধুঁকছে সড়কটি৷ কিন্তু এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সহ ওই কেন্দ্রের বিধায়ক সম্পূর্ণ নীরব বলে অভিযোগ ভুক্তভোগীদের৷

একইভাবে সংস্কারের অভাবে ধুঁকছে পাথারকান্দি মেন রোড থেকে পালপাড়া ভায়া তাপাদার পাড়া, কচ্চড় ঘাট থেকে জমিরালা ভায়া পূর্ব তিনখাল, সলগই জাতীয় সড়ক থেকে ডেঙ্গারবন্দ গ্রামের ২টি প্রবেশ পথ সহ দেওলাখাল থেকে পয়লামুলি পর্যন্ত সড়কগুলো৷

স্মারকপত্রে উ‍ল্লেখ করা হয় যে, বর্তমানে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকা সত্বেও মানুষের দুর্দাশা লাঘব হচ্ছে না৷ বর্ষার মরশুমে জাতীয় সড়ক সহ গ্রামীণ সড়ক গুলোর বেহাল দশায় বিড়ম্বনায় পড়েছেন স্থানীয়রা৷ অবিলম্বে বেহাল সড়ক সংস্কার সহ বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন প্রতিনিধি দল৷ অন্যথায় যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়৷

এদিন উপস্থিত ছিলেন, করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস সম্পাদক সুনীতা সিনহা, পাথারকান্দি যুব কংগ্রেস সভাপতি মিনাজ আহমদ, সাধারণ সম্পাদক প্রণব সিনহা প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button