Barak Valley
মঙ্গলবার ভোট গণনা : হাইলাকান্দিতে ১৪৪ ধারা
জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার লোকসভা ভোটের গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারা অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার জারি করা আদেশে জানানো হয়েছে যে ভোট গণনা কেন্দ্র হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলের ১০০ মিটার চতুর্দিকে ৫ বা তথোধিক ব্যক্তির সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই আদেশে শব্দ সৃষ্টিকারী কোন যন্ত্রের ব্যবহার, অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন কোন জিনিস বা বিস্ফোরক সামগ্রী নিয়ে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রের পাশে স্লোগান দেওয়া অথবা কোন অশান্তি সৃষ্টিকারী বক্তৃতা দেওয়া ইত্যাদিও নিষিদ্ধ থাকছে। এছাড়া লাউড স্পিকার মাইক্রোফোনের ব্যবহার ও নিষিদ্ধ থাকছে।