Barak Valley

মনসা পুজোর প্রসাদ খেয়ে করিমগঞ্জে অসু্স্থ অনেক

করিমগঞ্জ : মনসা পুজোর প্রসাদ খেয়ে করিমগঞ্জে অসু্স্থ হলেন বেশ কয়েকজন৷ ঘটনাটি ঘটেছে শহরের লক্ষীচরণ রোডে৷ সোমবার এলাকার এক বাড়িতে চলছিল মা মনসার পুজো৷ আর ওই বাড়িতে বহু ভক্ত সমাগম ঘটে৷ এরমধ্যে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ ক’জন৷ এদের মধ্যে মহিলা সহ শিশুরাও রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়৷

জানা গেছে, এদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে৷ প্রচন্ড গরমের মধ্যে প্রসাদ খেয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়লে তাঁদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালে ভর্তি করান৷

জানা গেছে, অসুস্থদের প্রত্যেকেরই বমি হওয়ায় পাশাপাশি পেট খারাপ হয়েছে৷ তবে প্রাথমিক চিকিৎসার পর ক’জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷

Show More

Related Articles

Back to top button