BARAK VALLEYASSAMNORTH-EAST

মনসা মন্দিরের বার্ষিক উৎসব করিমগঞ্জে

করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও শহরের নীলমণি রোডের ঐতিহ্যবাহী মনসা মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার৷ সকালে পূজা শুরু হয় এবং অঞ্জলি প্রদান ও যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়৷ অন্যদিকে, দুপুরে অগণিত মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন৷ দিনভর মা মনসার গান ও ওঝা নাচ চলতে থাকে৷ মন্দির কমিটির তরফে বিকাশমোহন দাস বলেন, ২০০৩ সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ডিসেম্বর মাসের ২৭ তারিখ বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়৷ শুধু নীলমণি রোড নয় গোটা শহরের মানুষ পূজায় অংশ নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন৷

Show More

Related Articles

Back to top button