মহিলারা স্বাবলম্বী হলেই দেশ সুপার পাওয়ারে পরিণত হবে
‘মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান’ গান্ধীনগরে
করিমগঞ্জ : ভারতবর্ষ গরিব রাষ্ট্র নয়৷ আগামী ১০ বছরে ধনী রাষ্ট্রে পরিণত হতে চলেছে৷ এখন যেসব পরিবার আর্থিক দিয়ে দুর্বল সেইসব পরিবারগুলি আগামী ৮-১০ বছরের মধ্যে আর্থিক দিক দিয়ে মজবুত পরিবার হয়ে উঠবে৷ এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অসংখ্য প্রকল্প চালু করেছেন৷ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার শনিবার গান্ধীনগরে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করে বলেন, বিজেপি চাইছে সরাসরি আর্থিক সহায়তা করে পরিবারগুলোকে আরও সক্ষম করতে৷ তাই মহিলাদের account-এ অর্থ জমা করলে তাঁরা যেন সঠিকভাবে কাজে লাগান৷
বিধায়ক বলেন, দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে সুপারপাওয়ার হয়ে গেছে৷ কিন্তু এখনও অসংখ্য পরিবার দারিদ্র সীমার নীচে রয়ে গেছে৷ ফলে অর্থনীতির দিক থেকে সুপারপাওয়ার হয় নি৷ তাই আর্থিক দিক থেকে সুপারপাওয়ার করতে চলছে তৎপরতা৷ তাঁর কথায়, দেশে কাটিপতির সংখ্যা দিন দিন বাড়ছে৷ কিন্তু এরপরও গরীব পরিবার রয়েছে প্রচুর৷ যার ফলে এখন প্রকল্পের মাধ্যমে ওইসব পরিবারগুলিকে দারিদ্রসীমার উর্ধ্বে তোলার চেষ্টা চলছে৷ এই প্রকল্পের সুফলও মিলছে৷ যা বিভিন্ন সমীক্ষায় বেরিয়ে আসছে৷
বিধায়ক বলেন, জাত-ধর্মের বিচার করে না বিজেপি সরকার৷ সবাই এই দেশের নাগরিক৷ ফলে সমানভাবেই উন্নতি ঘটানোর চেষ্টা চলছে৷ প্রকল্প চালু হয়েছে দেশের গরিব মানুষের জন্য৷ তিনি বলেন, করিমগঞ্জ জেলায় ৯৫ জিপি রয়েছে৷ জিপি প্রতি ১০০০ উদ্যমিতা ফর্ম বিলি করা হবে৷ বলেন, SHG Group-র প্রত্যেক সদস্য ১০ হাজার টাকা করে পাবেন৷ এরপর SHG Group গুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে৷ এর ৫০% subsidy থাকবে৷ পরবর্তীতে লাখ টাকা করে দেওয়া হবে৷ ফলে গ্রামীণ গরীব মহিলারা নিজেদের স্বনির্ভরশীল করে তোলার সুযোগ পাবেন৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী একজন বড়মাপের অর্থনীতিবিদ৷ তিনি জানেন, কিভাবে গ্রামের পরিবারগুলিকে আর্থিক দিক দিয়ে চাঙ্গা করা যায়৷ সেইমতোই চলছে তাঁর প্রচেষ্টা৷ এছাড়া বিধায়ক উল্লেখ করেন, আমাদের দেশ কখনই গরিব ছিল না৷ কিন্তু একের পর এক বিদেশীরা এদেশে আক্রমণ চালিয়ে লুন্ঠন করেছে৷ না হলে আজ বিশ্বের ১ নং অর্থনৈতিক উন্নত দেশ থাকত ভারত৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরবনগর মণ্ডল বিজেপি সভাপতি হীরেশ বিশ্বাস, এসসি মোর্চার আশিস রায়, যুব মোর্চার সৌরভ দাশ, মহিলা মোর্চা সহ বিজেপির নেতা কর্মীরা৷