Barak Valley

মহীতোষ স্মৃতিচারণ সভা করিমগঞ্জে

করিমগঞ্জ : চারণিক কার্যালয়ে সদ্যপ্রয়াত ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী তথা সংগঠক এবং চারণিকের অন্যতম উপদেষ্টা মহীতোষ দাস মহাশয়ের স্মৃতিচারণ সভায় উনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷ চারণিকের নিজস্ব কার্যালয় স্থাপনে উনার উদ্যম, নিষ্ঠা এবং অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷ করিমগঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে থেকে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন৷

সুহাস রঞ্জন দাসের সভাপতিত্বে বিভিন্ন বক্তারা স্মৃতিচারণ করেন৷ সংস্থার প্রাক্তন সভানেত্রী পদ্মাবতী মজুমদার, সহ-সভাপতি জগদীশচন্দ্র বণিক, ডাঃ সুরজিৎ দাস, সুবীর বরণ রায়, সন্তোষ কুমার জৈন, মনোজিৎ চৌধুরী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সভার তরফ থেকে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও ১ মিনিট শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়৷

Show More

Related Articles

Back to top button