Barak Valley
মিজোরামে পাচারের পথে রামনগরে বস্তাবন্দি ১৪টি কুকুর সহ ধৃত ৩

শিলচর পিএনসি, ২২ মে- কিছুদিন ধরে কাছাড় জেলা থেকে প্রতিবেশী রাজ্যে কুকুর পাচারের খবর পাওয়া যাচ্ছিল। এবার অবশ্য দুজন কুকুর চোরা কারবারী কে ১৪টি কুকুর সমেত মানুষ ধরে ফেলেছে। কুকুরগুলিকে একটি এ এস ০১০ই ২৯১৩ নম্বরের একটি যানে করে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার ওই দুই ব্যক্তিকে রামনগরের স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে কুকুরসহ পুলিশের কাছে সোপর্দ করে। উল্লেখ্য, কাছাড় জেলা সংলগ্ন পাহাড়ি রাজ্য মিজোরামের মানুষ কুকুরের মাংস সুস্বাদু খাবার হিসেবে গ্রহণ করে থাকে।