Barak Valley

মিহির দেবনাথের ৫ম গ্রন্থ ‘সময়ের ইতিকথা’র আবরন উন্মোচন

করিমগঞ্জ : এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন হল মিহির দেবনাথের ৫ম গ্রন্থ ‘সময়ের ইতিকথা’৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩০তম অধিবেশনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী৷

করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনের কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতি মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচন করে ড. চক্রবর্তী বলেন, বর্তমান জটিল সময়ে এই ধরনের বইয়ের প্রচণ্ড প্রাসঙ্গিকতা রয়েছে৷ মিহির দেবনাথকে লেখালেখি এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দিন পরমেশ্বর৷ জটিল এই সময়ে সমাজ সচেতন মানুষ যুদ্ধের ময়দানে৷ এই বিষয়গুলো উঠে এসেছে তাঁর গ্রন্থে, বলেন মিহির দেবনাথ৷

ভাষা সংগ্রামী, বিশিষ্ট লেখক, সাংবাদিক সতু রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা উপন্যাসিক, গল্পকার বদরুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ, গবেষক, লেখক ড. জন্মজিৎ রায়, গবেষক, অধ্যাপক ড. সব্যসাচী রায়, লেখক বিনোদ লালা চক্রবর্তী, অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button