মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ : প্রাথিত্বের দাবি জানাতে পারলেন না সিদ্দেক-সুব্রত
করিমগঞ্জ : মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ জেলার বিভিন্ন রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে৷ সেই সঙ্গে করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়ক মেরামতের আর্জিও জানান তিনি৷ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে মুখ্যমন্ত্রীকে একবার করিমগঞ্জে আসার আমন্ত্রণ জানান জেলা সভাপতি৷
উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা আসনে অন্যতম প্রার্থী প্রত্যাশী জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ তিনি বেশ কয়েকদিন গুয়াহাটিতে অবস্থান করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ তবে তিনি নিজে যে প্রার্থী প্রত্যাশী তা একবারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেননি বলে সূত্রের খবর৷
এদিকে, জেলা বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসার পর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ তিনিও কেন্দ্রের বিভিন্ন দাবি-দাওয়া মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থাপন করেন৷ তারপর অগপ জোটের প্রার্থী হবেন কিনা, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও সবুজ সঙ্কেত তাঁকে দেননি বলে জানা গেছে৷