Barak Valley
মৃদু ভূমিকম্প অসম সহ উত্তরপূর্বে
গুয়াহাটি : বুধবার সন্ধ্যা ৬:৪৩ মিনিটে অসম সহ গোটা উত্তরপূর্বাঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৬৷ এই কম্পনের অভিকেন্দ্র ছিল প্রতিবেশী দেশ মায়ান্মার৷ ভূগর্ভের ১১০ কিমি নিচে ছিল এর উৎপত্তিস্থল৷