মোবাইল চার্জ দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট!
করিমগঞ্জ : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে করিমগঞ্জে৷ স্বামীর প্রাণ রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী৷ ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে করিমগঞ্জের বরকতপুর গ্রামে৷ ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকাহত সকলে৷
জানা গেছে, বিজয় রায় নামের এক ব্যক্তি নিজের মোবাইল ফোন চার্জিঙে লাগাতে গেলেই এই বিপত্তি ঘটে৷ চার্জারে বিদ্যুৎ সংযোগ হতেই হতভাগা বিজয় রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন৷ সেই সময় ঘরে থাকা তার স্ত্রী টিনা রায় চিৎকার শুরু করেন৷ স্বামীকে বিদ্যুতের ছোবল থেকে রক্ষা করার চেষ্টা করে বিফল হন৷ তিনিও বিদ্যুতের কবলে পড়ে আহত হন৷
এদিকে, গৃহবধূ টিনার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সঙ্গে সঙ্গে বিজয় রায় ও টিনা রায়কে অসামরিক হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিজয় রায়কে মৃত বলে ঘোষণা করেন৷ তবে টিনা রায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে৷ ময়নাতদন্তের জন্য বিজয় রায়ের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷