Sports
ম্যাচচলাকালীন লেজার শো ধরমশালায়
ধরমশালা: তখন ড্রিঙ্কস ব্রেক। ভারত ১৮২ রানে ৩ উইকেট হারালেও ম্যাচের রাশ কোহলি-রাহুলের হাতেই। ঠিক সেই সময় পুরো গ্যালারি অন্ধকার। বেজে উঠল এআর রহমানের বিখ্যাত গান- মা তুঝে সেলাম। সবাই ভাবছে এ কি তাহলে ভুল করে?
তবে গান বাজতে সবাই মোবাইল টর্চের আলো দেখিয়ে সেলিব্রেশন মুডে যেতেই শুরু হলো নতুন দৃশ্য। পুরো স্টেডিয়াম জুড়ে লেজার শো। সঙ্গে বাজতে থাকল গান। মিনিট ৩ -এর এই শো-তে মোহময়ী হয়ে উঠেছিল ধরমশালা। তবে লেজার শো শেষ হতেই এলবিডব্লু হন কেএল রাহুল। তবে কোহলি তারপরই হাফ – সেঞ্চুরি পূর্ণ করেন।