রংপুরে চিকিৎসকের গাড়ি ওভারটেক, বচসা
শিলচর : এক চিকিৎসকের গাড়িকে অটোচালক পাস না দেওয়ায় সোমবার বিকেলে ধুন্ধুমার কান্ড ঘটল রংপুর ভিআইপি রোডে৷ এদিন চিকিৎসক পারমিতা পালের গাড়ির পাশাপাশি একটি অটো যাচ্ছিল ভিআইপি রোড দিয়ে৷ রংপুর শান্তিপাড়ার কাছাকাছি আসতেই ওভারটেক করা নিয়ে দু’পক্ষের বচসার সূত্রপাত হয়৷ কথা কাটাকাটির মধ্যে একজন হঠাৎ করে গাড়ি থেকে বেরিয়ে অটোচালকের মাথায় রড দিয়ে আঘাত করেন৷ আঘাতের ফলে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়৷ অটোচালকের ওপর হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের গাড়িতে ভাঙচুর চালান৷ সে সময় চিকিৎসক সহ গাড়িতে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান৷
জানা গেছে, গাড়িতে চিকিৎসকের স্বামীও ছিলেন৷ তিনিই অটোচালকের ওপর হামলা চালান বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিশ৷ তারপর আহত অটোচালককে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়৷ হামলায় আহত চালকের নাম পিনাক সরকার৷ বাড়ি রঙ্গপুর গঙ্গাপাড়া৷
সোমবার রাতে রংপুর পুলিশ পেট্রোল পোস্টের সঙ্গে যোগাযোগ করা হয়৷ জানা গেছে, এই ঘটনা সংক্রান্ত কোনও এজাহার সেখানে জমা পড়েনি৷ এজাহার পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ তবে সদর থানায় এ সংক্রান্ত একটি এজাহার জমা পড়েছে বলে জানা গেছে৷