Barak Valley
রঙের উৎসবে শামিল বিজয় মালাকার ও কৃপানাথ মালা

রামকৃষ্ণনগর : হোলির দিন রামকৃষ্ণনগরে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়৷ সকাল থেকেই রং নিয়ে মেতেছিলেন কিন্তু আনন্দের মাত্রাকে দ্বিগুন হতে দেখা যায় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহকে কেন্দ্র করে৷ এ দিন দুপুরে বিধায়ক রামকৃষ্ণনগর নেতাজি বাগের বসন্ত উৎসবে অংশ নেন৷ বিধায়ককে কাছে পেয়ে খুশি হন সাধারণ মানুষ৷ অন্যদিকে, কৃপানাথ মালাহও রামকৃষ্ণনগর কলেজের সামনে পড়ুয়াদের দ্বারা আয়োজিত বসন্ত উৎসবে অংশ নিয়ে নাচের তালে পা মেলান৷ এ দিন বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ভৈরব নগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, গৌরিশ দাস, সাধারণ সম্পাদক পাপ্পু দাস, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, মৃণালকান্তি রায় সহ দলীয় অন্যান্য কার্যকর্তারা৷