Barak Valley

চৈত্রের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকা

করিমগঞ্জ : চৈত্রের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায়৷ সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে উত্তর করিমগঞ্জের পানিঘাট, সাদারাশি, লক্ষীবাজার ইত্যাদি জিপি এলাকার বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ অনেকের ঘরের ছাউনি অন্যত্র নিয়ে গেছে৷ কিছু কিছু গৃহস্থের চালের টিন উড়িয়ে নিয়ে গেছে৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একাধিক এলাকায় গাছপালা ভেঙে বৈদ্যুতিক লাইনের উপর পড়েছে৷ যার কারণে মঙ্গলবার গোটা দিন উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন ছিল৷ এদিকে, পানিঘাট বাজারে লক্ষাধিক টাকা খরচ করে যে সোলার লাইট বসানো হয়েছিল সেই সোলার লাইটটিও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে৷ তাই বাজার এলাকা সন্ধ্যার পর অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে৷ সবদিক মিলিয়ে সোমবার রাতের ঘূর্ণিঝড়ে উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ৷

Show More

Related Articles

Back to top button