Barak Valley

রবীন্দ্রসদন কলেজে জাতীয় খেলা দিবস পালিত

করিমগঞ্জ : মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রসদন কলেজে জাতীয় খেলা দিবস পালিত হয়৷ কলেজের গেম এন্ড স্পোর্টস সেল এই অনুষ্ঠানের আয়োজন করে৷ এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় খেলা দিবস পালনের উদ্ভব ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অধ্যক্ষ ড. অশোক কুমার দাস৷ তিনি কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদ সিংহের জীবন, হকি খেলায় তার অবদান, অলিম্পিকে স্বর্ণ পদক জয় ইত্যাদি দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ অনুষ্ঠানের ২য় পর্যায়ে এদিন কলেজ প্রাঙ্গণে দড়ি টানাটানি, পাঞ্জা ইত্যাদি খেলার আয়োজন করা হয়৷ এতে স্বতঃস্ফূর্তভাবে কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন৷ এদিন অনুষ্ঠান পরিচালনা করেন ড. মেমচাতন সিনহা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সঞ্জয় কুমার শীল৷ এদিন উপস্থিত ছিলেন গেম এন্ড স্পোর্টস সেলের অন্যতম সদস্য অধ্যাপক কৃষ্ণেন্দু মালাকার সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা৷

Show More

Related Articles

Back to top button