Barak Valley

রবীন্দ্রসদন কলেজে দক্ষতা বিকাশ সচেতনতা সভা

করিমগঞ্জ : কৌশল বিকাশ যাত্রার অঙ্গ হিসাবে বুধবার রবীন্দ্রসদন কলেজে দক্ষতা বিকাশের ওপর এক সচেতনতা সভা আয়োজিত হয়৷ কলেজের স্কিল ডেভলপমেন্ট সেলের সহযোগিতায় আইসেক্ট এই সভার আয়োজন করে৷ শুরুতে অধ্যক্ষ ড. অশোক কুমার দাস আইসেক্টের মূল লক্ষ্যের কথা ব্যক্ত করে বলেন, বর্তমান সময়ে চাকরির অপ্রতুলতার জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি দক্ষতা বিকাশের ওপরও ছাত্রীদের নজর দিতে হবে৷

এ প্রসঙ্গে তিনি নতুন জাতীয় শিক্ষানীতির কথা উল্লেখ করার পাশাপাশি দক্ষতা বিকাশের জন্য রবীন্দ্রসদন কলেজে যেসব কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে তার খতিয়ানও তুলে ধরেন৷ বলেন, শীঘ্রই কলেজে সরকার অনুমোদিত ছাত্র সমবায় সমিতি গঠন করা হবে ও এর অধীনে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা স্বনির্ভর হয়৷

IQAC-র আহ্বায়ক অধ্যাপক এল মার দক্ষতা বিকাশের ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন৷ এছাড়া বক্তব্য রাখেন আইসেক্টের জুনিয়র রিজিওনাল ম্যানেজার ধ্রূবজ্যোতি শইকিয়া, আইসেক্টের বরাক উপত্যকা জোনের কো-অর্ডিনেটর দেবী চক্রবর্তী ও নবীর আলি৷ এদিন উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রীবৃন্দ ও আইসেক্টের অন্যান্য কর্মকর্তারা৷ সভা সঞ্চালনা করেন শিক্ষক সঞ্জয় কুমার শীল৷

Show More

Related Articles

Back to top button