রবীন্দ্রসদন কলেজে নবীনবরণ
করিমগঞ্জ : অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আজ রবীন্দ্রসদন কলেজে আয়োজিত হয় নবীনবরণ অনুষ্ঠান৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, বিশেষ অতিথি ছিলেন রামকৃষ্ণনগর কলেজ অধ্যক্ষ ড. সুরজিত চক্রবর্তী৷ দেবী সরস্বতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, অতিথিদের বরণ ও অধ্যক্ষ ড. সারদামণি দাসের কন্ঠে ‘মঙ্গলদীপ জ্বেলে’ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷
এতে মিশনরঞ্জন দাস তার বক্তব্যে বলেন, ছাত্রীরা যেন অবশ্যই মনে রাখে যে, পড়াশোনার জন্যই তাদের কলেজে আসা৷ সেই সঙ্গে তিনি জীবনের যে কোনও সংকটে পিতামাতা ও শিক্ষকদের পরামর্শ নিতে বলেন৷ কথা প্রসঙ্গে নিজের ছাত্রজীবনের নবীন বরণের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি৷ এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কলেজ অধ্যক্ষকে ধন্যবাদ জানান৷
রামকৃষ্ণনগর কলেজ অধ্যক্ষও তার বক্তব্যে ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷ উচ্চ শিক্ষার বিস্তারে কলেজের অবদানের কথা স্মরণ করে তিনি ছাত্রীদের জীবনে আরও উন্নতি করতে বলেন৷
কলেজ অধ্যক্ষ অশোক কুমার দাস ছাত্রীদের অতিথিদের মূল্যবান উপদেশগুলি পালন করতে বলেন৷ তিনি পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহ পাঠক্রম কার্যাবলীতে অংশ নিতে বলেন৷ ভবিষ্যতে কলেজে সব ছাত্রীদের বসার উপযোগী প্রেক্ষাগৃহ নির্মাণ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এল মার ও করিমগঞ্জ কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ড. মৌসুমী দাস৷
অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমক হয়ে ওঠে৷ বিভিন্ন ভাষা সহ আদিবাসী নৃত্যে মুখরিত হয়ে উঠে প্রেক্ষাগৃহ৷ ছাত্রীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন অধ্যক্ষ ড. অশোক কুমার দাস, ড. সারদামণি দাস, ড. এইচ ঐম বজলুন নূর ও ধনবাহাদুর ছেত্রী৷ আবৃত্তি পরিবেশন করেন অধ্যাপক প্রজ্ঞা অন্বেষা৷ প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্রোচ্চারণ করেন ড. অপর্ণা ধর৷ মঞ্চ শয্যায় সহযোগিতা করেন অধ্যাপক সঞ্জয় কুমার শীল, ড. মেমচাতন সিনহা, ড. অপর্ণা ধর, ড. পারমিতা আচার্য, অধ্যাপক মৃদুল সোনোয়াল ও ছাত্রীরা৷ অনুষ্ঠান পরিচালনা করেন ড. রাজদীপ চন্দ ও ধন্যবাদ জ্ঞাপন করেন সূপেন্দ্র নাথ রায়৷