Barak Valley

রবীন্দ্রসদন কলেজে বাংলা বিভাগে বক্তব্য দিলেন ডঃ সর্বজিত দাস

করিমগঞ্জ : বাংলার রাষ্ট্রনাম ও রাষ্ট্র শাসন প্রনালীর ওপর বিশেষ বক্তব্য দিতে এলেন, নিলামবাজার কলেজের বাংলার বিভাগীয় প্রধান ড. সর্বজিৎ দাস৷ এদিন প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অতিথিকে স্বাগত জানানো হয়৷ তাকে উত্তরীয় ও উপহার সামগ্রী তুলে দেন ড. পারমিতা আচার্য৷

ড. সুপেন্দ্রনাথ রায় অতিথির পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি একজন প্রচারবিমুখ ব্যক্তিত্ব৷ স্বাগত ভাষণে রবীন্দ্রসদন মহিলা কলেজের বিভাগীয় প্রধান ড. তনুশ্রী ঘোষ বলেন, সব বিষয়ে সবার স্পেশালাইজেশন থাকে না, তাই বিশেষ বিষয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আসতে হয় বক্তব্য উপস্থাপন করার জন্য৷

বাংলার রাষ্ট্রনাম এবং বাঙালি জাতির পরিচয় আমাদের কাছে একটি কৌতুহলের বিষয় এবং সে বিষয়ে বক্তব্য দেবেন অতিথি ড. সর্বজিৎ দাস৷ তিনি নিজ বক্তব্যে বলেন, আগে সমতট, হরিকেল, বঙ্গ, বঙ্গাল সব ছিল বিভিন্ন ট্রাইব অর্থাৎ উপজাতি, কৌমতন্ত্র এসেছিল রাজতন্ত্রের আগে এবং সেই তন্ত্রের শাসন প্রণালী, মাৎসায়ন ইত্যাদি সময়কাল এবং সে সময় রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তিনি আলোচনা করেন৷ চর্যাপদের যুগে এবং তার আগে ব্রাহ্মণতন্ত্র ও নিম্নবর্গীয় সমাজ নিয়েও তিনি আলোচনা করেন৷ তুর্কি আক্রমণের প্রভাব এবং সেই সময়কালে বাংলার রাজ্য শাসন নিয়েও তিনি বিশ্লেষণ করেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন প্রজ্ঞা অন্বেষা এবং ড. পারমিতা আচার্য৷ ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় প্রধান ড. তনুশ্রী ঘোষ

Show More

Related Articles

Back to top button