Barak Valley

রাতাবাড়িতে বাইক-স্কুটির সংঘর্ষে আহত ৫

রাতাবাড়ি : বুধবার সকাল ১০টা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে রাতাবাড়ি বাজারের পাশে৷ এতে রাতাবাড়ি আইডেল একাডমির ছাত্র সারিমুল হক সহ ৩ জনকে শিলচর ম্যাডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মেকানিকের দোকান থেকে অতর্কিতভাবে স্কুটি চালক বের হয়ে আসলে বিপরীত দিক থেকে দ্রুতবেগে চলে আসা বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে৷ এতে বাইকে থাকা ৩ ও স্কুটি চালক ছিটকে পড়ে যান, আর স্কুলে আসার পথে সারিমুল হকের উপর সজোরে ধাক্কা মারে৷ স্কুটি চালক আনিপুরের মিষ্টিমূখ দোকানের মালিকের ছেলে বলে জানা যায়৷ অন্যদিকে, ৩ বাইক আরোহী রাতাবাড়ির বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button