রাতাবাড়িতে ৪ কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক ৩
রামকৃষ্ণনগর : নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত করিমগঞ্জ পুলিশের৷ রাতাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ৷ জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ, রাতাবাড়ি এবং পাথারকান্দি পুলিশের যৌথ অভিযানে ১৯,৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ১২টি সাবানের বাক্স থেকে ১৫০.৬৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়৷ পাশাপাশি MZ 05 A 2735 নম্বরের ১টি ইকো গাড়ি সহ ৩ জন পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ৷ ধৃতরা হল-সুহেল আহমদ, জামিল হুসেন এবং জহিরুল ইসলাম৷ তারা নিলামবাজার থানা এলাকার৷
জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাতাবাড়ি থানার সামনে থেকে এই ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃত ৩ পাচারকারীকে গ্রেফতার করে রাতাবাড়ি থানায় টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ মিজোরাম থেকে করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে এই নেশা সামগ্রী গুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিল তারা৷ বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট সহ হেরোইনের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা হবে৷