Barak Valley

হাইলাকান্দিতে তিরঙ্গা মেলা

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দিতে হর ঘর তিরাঙ্গার অধীনে এক তিরাঙ্গা মেলার উদ্বোধন করা হয়েছে। আসাম জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার কার্যালয়ে এই তিরাঙ্গা মেলার উদ্বোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর এবং জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই তিরাঙ্গা মেলায় এস এ জি কর্মকর্তাদের তৎপরতায় উৎপাদিত বিভিন্ন সাইজের জাতীয় পতাকা কম দামে বিক্রির ব্যবস্থা আছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনেও এই মেলা চলবে। এদিকেহর ঘর তিরাঙ্গার দিনে বুধবার দিনও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় জেলায় শামিল হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষাঙ্গনগুলিতেও দেশ প্রেমের শপথ এবং শোভাযাত্রা বের করা হয় বুধবার দিনও।

Show More

Related Articles

Back to top button