৮ এপ্রিল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল মিস আন্ড মিস্টার বরাক ন্যাশন ওয়াইড

নিউজ ডেস্ক, শিলচর : সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত সময়ের ধারা ক্রমাগত চলছে।সময়ের এই চলমান ধারায় স্বল্পায়ু মানষের জীবন একটা বিন্দুর মতো।সময়ানুবর্তিতাই যে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত তা শহর শিলচরের অনুষ্ঠানে প্রমান করে দিলেন ডক্টর স্মিতা দেব
৮ এপ্রিল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল মিস আন্ড মিস্টার বরাক ন্যাশন ওয়াইড,
কথা মতোই দুপুর ঠিক ৩ টায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করলেন প্রধান অতিথি কাছাড় জেলার জেলাশাসক রোহনকুমার ঝা, ডিআইজি কঙ্কণজ্যোতি শইকিয়া ও মিজোরামের জেলাশাসক। তার পরেই ডক্টর স্মিতা দেব মায়রা ক্রিয়েশনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, নিরন্তরের নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের
শুভারম্ভ, তার পরেই শুরু হয় ট্রেডিশনাল ফ্যাশন রাউন্ড প্রত্যেক প্রতিযোগীরা তাদের নিজস্ব ভাবনায় সৃজনশীলতার ভাব নিয়ে তাদের তৈরী করা কাপড় পরেন এবং এর সম্মন্ধে দু-চারটি কথা বলেন, পরিচয় পর্ব, থেকে শুরু করে বিভিন্ন রাউন্ডে প্রত্যেকজন প্রতিযোগী বেশ সচেতনতার মধ্য দিয়েই শেষ করেন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
মিস ক্যাটাগরি, পলি দাস (বিজয়ী) অগ্নিবীনা দত্ত (১ম রানার আপ, মুন সিনহা (২য় রানার আপ) মিস্টার ক্যাটাগরিতে অনুপম রাজকুমার (বিজয়ী), প্রিয়রঞ্জন ভট্ট (১ম রানার আপ), সুদর্শন চৌধুরী (২য় রানার আপ), টিন মেয়েদের বিভাগে সুহানি সিনহা (বিজয়ী), সুহানি সিনহা (১ম রানার আপ), স্নেহা সেন (২য় রানার আপ), টিন মিস্টার ক্যাটাগরিতে
ঋষিত মিত্র (বিজয়ী), কিডস ক্যাটাগরি (মিস),নিহারিকা সিনহা (বিজয়ী), পূর্বালি দাস (১ম রানার আপ), সানভি দেব (২য় রানার আপ)
বাচ্চাদের ছেলেদের বিভাগে প্রিয়াঙ্ক দেব (বিজয়ী), ইয়াশবীর পাল (১ম রানার আপ) মিসেস ক্যাটাগরি তে
রুমা বণিক (বিজয়ী), উষা দে নন্দী (১ম রানার আপ),মৌসুমী দেব (২য় রানার আপ) এম এস ক্যাটাগরিতে
দেবশ্রী চৌধুরী (বিজয়ী) হন, বিজয়ীদের নগদ টাকা সহ ক্রাউন, স্যাশ, ট্রফি, ছাড়া অন্যান্য পুরষ্কারে পুরষ্কৃত করা হয়, এবং সাবটাইটেল ও দেওয়া হয়,
তাছাড়া নির্বান, দ্যা ফিট ফিমেল, নটরাজ নৃত্যালয়া নৃত্যানুষ্ঠান ও দর্শকদের মন কাড়ে, গতানুগতিক ভাবনা থেকে সরে গিয়ে অনুষ্ঠানের মধ্য অনেকটা নতুন সৃজনশীলতা লক্ষ্য করা যায় যা অনুষ্ঠানের স্বাদের মাত্রা বাড়িয়ে দেয়, ৩ দিনের গ্রুমিং সেশনে যোগ ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রত্যেক প্রতিযোগীদের সুক্ষভাবে পাঠদান করা হয় গ্রুমার হিসেবে ছিলেন মিনু পাল, কিডস দের গ্রুমার হিসেবে ছিলেন সঙ্গীতা দাস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মায়রা ক্রিয়েশনের পক্ষ থেকে ছিলেন ডিরেক্টর ডক্টর স্মিতা দেব, এগজিকিউটিভ ডাইরেক্টর মনোজ এম.যে, গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মায়রা ক্রিয়েশনের অফিসিয়াল হোষ্ট নেহা থাপা, এবং শিলচর থেকে অংশুমান আচার্য, সর্বোপরী বলা যায় মায়রা ক্রিয়েশনের অনুষ্ঠানে যে ভালোগাগা তৈরী হয়েছে তা দর্শকদের, আগাম নতুনের অনুষ্ঠানের জন্য অপেক্ষার পারদ আরোও বেড়ে গেছে।