Barak Valley

রাধা মদনমোহন জিউর মন্দিরে সপ্তাহব্যাপী ভাগবত কথা জ্ঞানযজ্ঞের সমাপ্তি আজ

করিমগঞ্জ : শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভাগবত কথা জ্ঞানযজ্ঞ সমাপ্ত হবে শুক্রবার৷ প্রতিদিন সন্ধ্যা ৫টা-রাত ৯:৩০ পর্যন্ত সঙ্গীতময়ী ভাগবত কথা পাঠ করছেন কলকাতার প্রভুপাদ পার্থসারথি গোস্বামী৷ ২২ সেপ্টেম্বর রাধাষ্টমীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়৷

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রভুপাদ পার্থসারথি গোস্বামী, সহ কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী গৌতম দাস৷ সঙ্গে ছিলেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পী মৌসুমী দাস বণিক, লোপা কর্মকার, অনামিকা দাস, নবনীতা নাগ, জন্মজিৎ ভট্টাচার্য ও বিপ্লব রায়৷ বসুদেবের ভূমিকায় ছিলেন নন্দন কংস বণিক৷ যশোদার ভূমিকায় ছিলেন পারিজাত রায়৷ গোপাল কৃষ্ণের ভূমিকায় ছিলেন তিয়াশা দাস৷ পরপর চলে ভজন সঙ্গীত ও কীর্তন৷

২৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের বাল্যলীলা দর্শন করানো হয়৷ ‘ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে গোয়াল’ শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয়৷ এতে নৃত্যে অংশগ্রহণ করেন নিবেদিতা সরকার, সঞ্চিতা দাস, পারিজাত রায়, স্নেহা ধর, অনন্যা দাস, অনুলেখা এন্দো এবং জয়শ্রী মালাকার৷ ২৮ সেপ্টেম্বর হয় রাসলীলার পালা৷

অনুষ্ঠানে সঙ্গীতে ছিলেন গৌতম দাস, তবলায় গণেশ হালদার, অক্টোপ্যাডে স্বপন সাহা ও সিন্থেসাইজারে রঞ্জিত দেব৷ অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিন্দিতা নাগ ও বিষ্ণুপদ নাগ৷

Show More

Related Articles

Back to top button