Barak Valley

রামকৃষ্ণনগরে গুচ্ছ কাজের শিলান্যাস বিজয়ের

সবেমাত্র শুরু হয়েছে উন্নয়ন, মোদীর ৩য় কার্যকালে জোয়ার বইবে : বিজয়

রামকৃষ্ণনগর : নরেন্দ্র মোদি সরকার গত ১০ বছরে দেশের পরিকাঠামো ঠিক করেছেন৷ বিদেশী মুদ্রা সঞ্চয় হয়েছে৷ আর কিছু উন্নয়ন করেছেন৷ এতেই এক ধরনের উন্নয়ন বিপ্লব দেখা গেছে গোটা দেশে৷ তবে বিজেপির ৩য় কার্যকালে সবদিশায় উন্নয়নের ফোয়ারা ছুটবে৷ গ্রাম-শহর সর্বত্রই সমান্তরালভাবে আরও বেশি করে অর্থ মিলবে৷ ফলে আর পেছনে ফিরে দেখার সুযোগ নেই দেশবাসীর৷ শুধুমাত্র এগিয়ে চলা৷

কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন৷ এই নির্বাচনে শুধুমাত্র পদ্মফুলে বেশি করে ছাপ দিয়ে উন্নয়নের লক্ষ্যে ৪০০ বিজেপি সাংসদ নির্বাচন করুন৷

মঙ্গলবার রামকৃষ্ণনগর শহরের ১০টি ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ প্রকল্পে মোট ৬ কোটি টাকার কাজের শিলান্যাস করে এক কথা বলেন, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ তিনি বলেন, নগরিয়া পকিপথ প্রকল্প হল শুধুমাত্র শহর বা পৌর এলাকার জন্য৷ জানান, রাজ্যে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ কোটি টাকা উন্নয়নের জন্য বিজেপি সরকার শিলান্যাস করে কাজ শুরু করেছে৷ প্রধানমন্ত্রী আসছেন আর মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শিলান্যাস করছেন দফায় দফায়৷ একসঙ্গে এতো বিশাল অর্থ এর আগে কোন সরকার দেয় নি৷ ফলে এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই৷

বিধায়ক বিজয় বলেন, কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন৷ এই নির্বাচনে শুধুমাত্র পদ্মফুলে বেশি করে ছাপ দিয়ে উন্নয়নের লক্ষ্যে ৪০০ বিজেপি সাংসদ নির্বাচন করতে অনুরোধ জানান তিনি৷ বলেন, রাতাবাড়ি বিধানসভা থেকে বিজেপি প্রার্থীকে ১ লক্ষের অধিক ভোট লিড পাইয়ে দিতে অনুরোধ জানান৷

এদিন বিধায়কের সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপার্সন প্রতিমা নাথ, ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব, বিজেপির ২ মণ্ডলের সভাপতি যথাক্রমে বিশ্বতোষ সেন এবং হীরেশ বিশ্বাস, যুব মোর্চার রামকৃষ্ণনগর মণ্ডলের সভাপতি সৌরভ দাশ, মণ্ডল বিজেপির সহ-সভাপতি নূপুর সাহা, পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার বাণীব্রত চক্রবর্তী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button