Barak Valley
রামনগরে দাউ দাউ করে জ্বলে উঠল এলপিজি ট্যাঙ্কার, আতঙ্ক
শিলচর : বৃহস্পতিবার সকালে শিলচর রামনগর পেট্রোল পাম্পের সামনে একটি এলপিজি ট্যাঙ্কার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল৷ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করেন পথচারী, প্রতিবেশীরা৷ খবর পেয়ে তারাপুর থেকে দমকল দু’টি জলের ইঞ্জিন ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন৷
দমকল বিভাগ সূত্রে জানা গেছে, এই ট্যাঙ্কারটি মেঘালয়ে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে রয়েছিল৷ সেখান থেকে ট্রেন দিয়ে টেনে শিলচর আনা হয়৷ রাখা হয়ছিল রামনগর পেট্রোল পাম্পের সামনে৷ এদিন সকালে হঠাৎ ওই ট্যাঙ্কারের ইঞ্জিন থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে৷ আপাতত ইঞ্জিনে সমস্যা হওয়ার ফলেই এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে দমকল বিভাগের ধারণা৷ তবে এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে৷