Barak Valley

রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘিরে করিমগঞ্জেও উৎসবের আমেজ

১৫ ও ১৬ নং ওয়ার্ডের বর্ণাঢ্য মিছিল শহরে

করিমগঞ্জ : আর মাত্র ২ দিন৷ ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রীশ্রী রামলালার ভব্য মন্দির প্রতিষ্ঠা হবে৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা করিমগঞ্জে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে৷ জেলা সদর ও গ্রামাঞ্চলের মন্দিরগুলোকে পরিষ্কার করে পূজার্চনার ব্যবস্থা করা হচ্ছে৷ সবক’টি মন্দিরে এদিন পূজানুষ্ঠান সহ সন্ধ্যায় প্রতিটি ঘরে দেখা যাবে আলোর রোশনাই৷ করিমগঞ্জ শহরের ছন্তর বাজার সংলগ্ন কালী মন্দিরে ওয়ার্ড কমিশনার যীশুকৃষ্ণ রায়ের উদ্যোগে বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয়েছে৷ শহরের আজাদ সাগর রোডে দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হবে রাম-লক্ষণ-সীতা এবং হনুমানের পূজার্চনা৷ এলাকার সবার সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই পূজানুষ্ঠানের৷ নেতাজি পল্লিতে যজ্ঞ সহ বিশেষ পূজার আয়োজন করা হয়েছে৷

এদিকে, বিজেপি পরিচালিত পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বের হচ্ছে গেরুয়া মিছিল৷ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শহরের ১৫ ও ১৬ নং ওয়ার্ড একত্রে এক বর্ণাঢ্য মিছিল বের করে বৃহস্পতিবার বিকেলে৷ এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস৷ ২ ওয়ার্ড কমিশনার ধীমান কান্তি রায় ও বিধান চন্দ্র দাসের উদ্যোগে বের হওয়া মিছিলে তিন শতাধিক লোক জয় শ্রীরাম ধ্বনিতে এলাকা মুখরিত করে তুলেন৷ রাম-লক্ষণ-সীতা ও হনুমানের সাজে শিশুদের দেখতে ভিড় লাগে৷ ২টি ওয়ার্ড পরিক্রমা করে এই মিছিল৷

মিশন রঞ্জন দাস বলেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার৷ তিনি এই বিশেষ দিনটি উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান৷

এদিনের গেরুয়া মিছিলে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রাক্তন প্রান্ত সম্পাদক রথীন্দ্র অধ্যাপক, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অঞ্জনা রায়, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ অসম প্রান্তের প্রচার প্রমুখ মনোজিত চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের শ্রীভূমি জেলার প্রাক্তন জেলা সম্পাদক বিভাস চক্রবর্তী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button