রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করিমগঞ্জে
করিমগঞ্জ : রাজনীতিতে এখনও অপরিপক্ক কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ আর এজন্যই কোনও বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে না জেনে সঠান মন্তব্য করে বসেন৷ এটা সঠিক না বেঠিক. তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন না৷ এজন্যই তাঁকে নিজের মন্তব্যের জন্য বারবার সমালোচনার মধ্যে পড়তে হয়৷ বলতে গেলে রাহুল গান্ধী কিছুই জানেন না৷ তাই যে কোনও মন্তব্য করার আগে সংশ্লিষ্ট বিষয়ে ভালো করে জেনে তবেই মন্তব্যের জন্য তাঁকে পরামর্শ দেওয়া হল বিজেপি ওবিসি মোর্চার তরফে৷
তার এই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হল বিজেপি ওবিসি মোর্চার করিমগঞ্জ জেলা কমিটি ও শহর মণ্ডল কমিটি৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সংগঠনের কর্মকর্তারা শনিবার এক প্রতিবাদী মিছিল বের করেন৷ ক্ষুব্ধ সদস্যরা তাঁর কুশপুতুলও দাহ করেন৷
এদিনের প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন ওবিসি মোর্চার জেলা সভাপতি গোপী মোহন নাথ ও শহর মণ্ডল মোর্চার সভাপতি মান্না শীল প্রমুখ৷