রুদ্রাক্ষের উদ্যোগে রক্তদান শিবির নিলামবাজারে
নিলামবাজার : রুদ্রাক্ষ সোশ্যাল এন্ড কালচারেল অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল শনিবার৷ রুদ্রাক্ষের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় নিলামবাজারে৷ সকাল ১১টায় শিবিরের উদ্বোধন করেন উপদেষ্টা মণ্ডলী৷ স্থানীয় যুবারা মিলেই এই রক্তদান শিবিরের আয়োজন করলেও তাতে এলাকায় বেশ সাড়া পড়েছে৷
উল্লেখ্য, যে সময় অধিকাংশ যুবপ্রজন্ম বিভিন্ন নেশাজাত সামগ্রী ড্রাগস, গাঁজা, মদের দিকে আসক্ত সেই জায়গায় তাঁদের এই প্রয়াস সত্যিকারের অর্থেই প্রশংসনীয়৷ এই সংগঠনটি পথ চলা শুরু করেছে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে৷ ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হলে রাজ্যে রক্তের সঙ্কট হ্রাস পাবে৷ তাই ক্লাব-সেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংস্থা সহ প্রতিটি এলাকার সচেতন নাগরিকদের রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ড. সর্বজিৎ দাস, ডা. সুনির্মল নাথ, ড. আলতাফ হোসেন, অরূপ রায় প্রমুখ৷ উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারাও৷