Barak ValleyEducation

করিমগঞ্জে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলাভিত্তিক বুনিয়াদি সাক্ষরতা ও সাংখ্যিকতা দিবস পালন বিপিনচন্দ্র পাল ভবনে

করিমগঞ্জ : করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সোমবার জেলা ভিত্তিক ‘বুনিয়াদি সাক্ষরতা ও সাংখ্যিকতা’ দিবস পালন করা হয়৷ পঠন, লিখন ও গাণিতিক ধারণার উপর ১ম, ২য় ও ৩য় শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ২০২৭ পর্যন্ত সরকার ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে৷

এ নিয়ে ইতিপূর্বে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন করে শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ FLN সম্পর্কিত শপথ গ্রহণের পর, projector মারফত Power Point Presentation-র মাধ্যমে উপস্থিত সবার উদ্দেশ্যে এ বিষয়ে ব্যখ্যা করা হয়৷

বক্তব্য রাখেন জেলা প্রকল্প আধিকারিক ড. বিকাশ ভট্টাচার্য ও দক্ষিণ করিমগঞ্জের খন্ড শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জী৷ উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক কার্যালয়ের প্ল্যানিং অফিসার অসিত কুমার দত্ত, BRP অপু শুক্লা সহ CRCC সহ শহরাঞ্চলের কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়ারা৷

Show More

Related Articles

Back to top button