Barak Valley

রেহাই মূল্যে পাম্প সেটের জন্য কৃষকদের থেকে দরখাস্ত আহ্বান করিমগঞ্জে

করিমগঞ্জ : রাজ্য সরকারের কৃষি বিভাগ থেকে করিমগঞ্জ জেলায় RIDF ২৯ প্রকল্পের অধীনে কৃষক, যাদের বর্তমানে গভীর নলকূপ কার্যকরী রয়েছে তাঁদের ৮৫% সরকারি রেহাই মূল্যে সৌর চালিত বা সোলার পাম্প সেট প্রদান করা হবে৷ পাশাপাশি, ২০টি গভীর নলকূপের সঙ্গে ৭৫% সরকারি রেহাই মূল্যে বৈদ্যুতিক পাম্প সেট প্রদান করা হবে৷

এছাড়া ২৪টি গভীর নলকূপ ৭৫% সরকারি রেহাই মূল্যে এবং সঙ্গে সৌর চালিত পাম্প সেট ৮৫% সরকারি রেহাই মূল্যে কৃষকদের মধ্যে বন্টন করা হবে৷ এতে করিমগঞ্জ কৃষি বিভাগের সরকারি কার্যবাহী অভিযন্তা এঅ বিজ্ঞপ্তি যোগে করিমগঞ্জ জেলার যোগ্য ইচ্ছুক কৃষকদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট প্রপত্রে তার কার্যালয়ে আবেদন জমা দিতে অনুরোধ জানিয়েছেন৷

বিস্তারিত বিবরণের জন্য করিমগঞ্জ কৃষি বিভাগের সহকারী কার্যবাহী অভিযন্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button