সেরা কালীপূজার পুরস্কার দিচ্ছে করিমগঞ্জের ই-মিডিয়া অ্যাসোসিয়েশন

করিমগঞ্জ ই মিডিয়া এসোসিয়েশন ও আইএমএস হাসপাতালের যৌথ উদ্যোগে দীপাবলি সম্মান।
সুস্মিতা দাস, করিমগঞ্জ : মধ্যেখানে আর মাত্র একদিন বাকি কালীপুজোর। পৌরাণিক কথা অনুযায়ী, এদিনই শুম্ভ-নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করেছিলেন মা কালী। রামায়ণ কালে এইদিনই ভগবান রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় এসেছিলেন। কালীপুজোর সঙ্গে অনেক শ্রুতি গল্প মিশে রয়েছে। কালীপূজার পাশাপাশি দীপাবলিও একই সঙ্গে উদযাপিত হয়ে আসছে। তাই দিনটির গুরুত্ব অনেক। করিমগঞ্জ শহরে সর্বজনীন কালীপুজোর সংখ্যা অনেক। এই কালীপুজোয় এবার শ্রেষ্ঠ বা সেরা মণ্ডপ সহ মোট ছটি পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে করিমগঞ্জের ই মিডিয়া এসোসিয়েশন ও আই এম এস হাসপাতাল। মঙ্গলবার আইএমএস হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুরস্কার দেওয়ার কথা যৌথভাবে ঘোষণা করেন দুটি সংস্থার কর্মকর্তারা। ই মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সী শুরুতেই কি কি বিষয়ের উপর পুরস্কার প্রদান করা হবে সে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘করিমগঞ্জ শহরে সবকটি কালীপুজো প্যান্ডেল ঘুরে দেখে এসব প্যান্ডেল থেকেই সেরা প্যান্ডেল বাছাই করা হবে। সেরা প্যান্ডেল হিসেবে তিনটিকে পুরস্কৃত করা হবে । এছাড়াও আলোকসজ্জা ও নিয়মানুবর্তিতা বিচার করে আরো তিনটি পুরষ্কার দেওয়া হবে’। কারা থাকবেন বিচারকের আসনে সেটা তিনি খোলসা করেননি। শীর্ষেন্দু সী বলেন, ‘এই পুরস্কার প্রদানের পাশাপাশি করিমগঞ্জ থেকে মনোনীত রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকেও সংবর্ধণা দেওয়া হবে’। সাংবাদিক সম্মেলনে ছিলেন আই এম এস হাসপাতালের অন্যতম কর্ণধার ডা পৌলম চন্দ। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক রাহুল পাল, এস এম জাহিদ আব্বাস, হিল্লোল দত্ত, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ।