লক্ষাধিক ভক্ত সমাগমে করিমগঞ্জে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব
করিমগঞ্জ : লক্ষাধিক ভক্ত সমাগমের মাধ্যমে ঠাকুর শ্রীশ্রী অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে করিমগঞ্জে৷ এনিয়ে সেজে উঠছে করিমগঞ্জ কলেজের মাঠ৷ আগামী ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জন্ম মহোৎসব৷ এতে অংশ নেবেন ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর সহ অসমের বিভিন্ন প্রান্তে র ভক্তরা৷ এনিয়ে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে৷ বুধবার বিকেলে করিমগঞ্জ কলেজের মাঠে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন আয়োজকদের পক্ষে প্রসেনজিৎ দাস (কাজু) ও প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস৷
তাঁরা বলেন, দীর্ঘ বছর পর করিমগঞ্জে ঠাকুরের জন্মোৎসব পালন হতে চলছে৷ এতে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হবে৷ করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠিত হবে এই জন্ম মহোৎসব৷ ২০ জানুয়ারি দুপুর ২টায় উৎসবের সূচনা হবে৷ আড়াইটায় অনুষ্ঠিত হবে যুব সম্মেলন৷ বিকেলে নামজপ সহ সদগ্রন্থাদি পাঠ অনুষ্ঠিত হবে৷ রাতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ পরদিন ভোর থেকে শুরু হবে বেদ, মাঙ্গলিক ও নহবত৷ কলেজের মাঠ থেকে নগর পরিক্রমাও বের হবে৷ অনুষ্ঠানের দু’দিন দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ হবে৷ এমনকি ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য ট্রেনের বন্দোবস্ত করা যায় কি না এনিয়ে সাংসদ কৃপানাথ মালাহর সঙ্গে কথা হয়েছে৷ তিনি ব্যাপারটি দেখছেন বলে জানান প্রসেনজিৎ দাস (কাজু) ও রাধেশ্যাম বিশ্বাস৷ ঠাকুরের জন্মোৎসব সর্বাঙ্গসুন্দর করার অনুরোধ জানান তাঁরা৷