লক্ষীবাজার রোডে উদ্ধার লক্ষীপ্যাঁচা
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের লক্ষীবাজার রোড থেকে বিপন্ন একটি লক্ষীপ্যাঁচা উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার বিকালে আবাসিক এলাকা থেকে আহত প্যাঁচাটিকে উদ্ধার করেন জেলার বিশিষ্ট সমাজকর্মী সুজন দেব রায়৷ প্যাঁচাটিকে উদ্ধার করে সমঝে দেওয়া হয় করিমগঞ্জ দাসপট্টিস্থিত রেঞ্জ ফরেস্ট অফিসে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীবাজার রোডে মঙ্গলবার সকালে প্যাঁচাটিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানে ভিড় জমান এলাকার লোকজন৷ কারণ আর পাঁচটা সাধারণ প্যাঁচার থেকে কিছুটা ভিন্ন এই প্যাঁচাটি৷ ধারণা করা হচ্ছে, হয়তো প্রবল ঝড়ের মধ্যে পাখিটি আঘাত পেয়ে ওপর থেকে পড়ে যায়৷ এদিকে প্যাঁচা উদ্ধারের খবর পেয়ে সেখানে যান সুজন৷ এরপর তাঁর সহযোগী সাজন সহ অন্যদের নিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করে সঙ্গে নিয়ে যাওয়া হয় রেঞ্জ ফরেস্ট অফিসে৷ পরে সেখানেই বনকর্তাদের হাতে তুলে দেওয়া হয়৷ করিমগঞ্জ রেঞ্জ ফরেস্ট অফিস সূত্রে জানা গেছে যে, এমনিতেই লক্ষীপ্যাঁচা আমাদের দিকে সচরাচর দেখা যায় না, সাদা রঙেরটি আরও বিরল৷ বর্তমানে এর প্রতিপালন ও দেখাশোনার দায়িত্ব বন বিভাগের৷ প্যাঁচাটিকে চিকিৎসা করিয়ে সুস্থ হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে৷