Updates

লাচিত সেনাকে নিষিদ্ধ করার দাবি

শিলচর পিএনসি ৩০ অক্টোবর -বীর লাচিত সেনা যে ভাবে বাঙালি জাতি র বিরুদ্ধে অপমান জনক বক্তব্য দিয়ে চলেছে এর পরিপ্রেক্ষিতে এই সংগঠন কে নিষিদ্ধ করতে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছে।

পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে মূখ্য মন্ত্রীর কাছে দেওয়া এক ইমেইলে বলেছেন তে বীর লাচিত সেনা আইন কানুনের তোয়াক্কা না করে বাঙালি র বিরুদ্ধে অশালীনভাবে মন্তব্য করে চলেছে যা বাঙালিদের মনে আঘাত দিয়েছে। তিনি বলেন যে দুর্গা পূজার বাংলা বেনার ছেঁড়ার পরও এই সংগঠন ক্ষান্ত নাহয়ে আইন বহির্ভূত ভাবে কিছু তথাকথিত টিভি পোর্টালের মাধ্যমে বাঙালি জাতি বিদ্বেষী বক্তব্য দিয়ে চলেছে।

হারাণ বাবু এসকল বিষয় খতিয়ে দেখে বীর লাচিত সেনার সঙ্গে সঙ্গে যে সকল টিভি পোর্টাল সরকারি নিয়ম নীতি গুলো র প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এধরনের আচরণ করছে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে মূখ্য মন্ত্রীর কাছে অনুরোধ জানান। এই ইমেইলে র কপি রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর কেও দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button