লাতুর শ্রীশ্রী জয়কালীবাড়িতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন
লাতু : লাতুর শ্রীশ্রী জয়কালীবাড়িতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ ২৫ লক্ষ টাকা ব্যয়ে ওই কমিউনিটি হল নির্মাণ করা হবে৷ ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন ডাঃ দেবতোষ পাল, অমিত স্বামী, দেবতোষ রায়, জ্যোতির্ময় দাস, জ্যোতির্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা৷
জয়কালীবাড়ি পরিচালন সমিতির সম্পাদক দেবতোষ রায় জানান, কোন ধরনের সরকারি অনুদান ছাড়াই বড় ধরনের বাজেট নিয়ে প্রসাদ বিতরণের জন্য এই কমিউনিটি হল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷
সভাপতি জ্যোতির্ময় দাস জানান, করিমগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে শ্রীশ্রী জয়কালিমাতার মন্দির৷ বার্ষিক উৎসবে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ভক্তরা৷ এছাড়া নিত্য পূজায় প্রতিদিন ভক্তের ভিড় লেগে থাকে মন্দিরে৷
মন্দিরের অন্যতম কর্মকর্তা অমিত স্বামী জানান, বছরে বেশ কয়েকটি বিগ বাজেটের অনুষ্ঠান হয় মন্দিরে৷ এছাড়া বিবাহ কার্য সম্পন্ন হয় মন্দিরে৷ কিন্তু মহাপ্রসাদ বিতরণের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের৷ আগামীতে ১৬ প্রহরব্যাপী নামযজ্ঞের সংকল্প নেওয়া হয়েছে৷ ভক্তদের সাহায্য এবং সহযোগিতায় এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ বছরের মধ্যে সম্পন্ন হবে নির্মাণ কাজ৷ মন্দিরের সব ভক্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি৷