নিউজ পোর্টালগুলো নিয়ম মেনে কাজ না করলে কঠোর হবে সরকার : পীযূষ

সংবাদ সংস্থা, গুয়াহাটি : Guidelines মেনে কাজ করুন৷ না হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে৷ মঙ্গলবার রাজ্যের একাংশ News Portal-কে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা৷ সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মন্ত্রী হাজারিকা কোনও রাখঢাক না করেই বলেছেন, একাংশ News Portal-র বিরুদ্ধে প্রায়শই Blackmailing-র অভিযোগ উঠছে৷ সাংবাদিকতার নিয়ম-নীতিকে জলাঞ্জলি দিয়ে কাজ করে চলেছে Portal গুলো৷ সাংবাদিকতার ছদ্মবেশে এমন কিছু সম্প্রচার করছে, যাতে সাংবাদিকতার নৈতিকতা নেই৷ মানদণ্ডেরও অভাব রয়েছে৷ এর ফলে ভুল তথ্য ছড়ানোরও ঝুঁকি তৈরি হচ্ছে৷ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছে৷ তবে অনেক হয়েছে, আর না, এবার থেকে News Portal গুলো নিয়ম মেনে না চললে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে৷ মন্ত্রী হাজারিকা আরও বলেন, সরকার Portal গুলোর জন্য একটা guideline তৈরীর চেষ্টা করছে৷ খুব শীঘ্রই এটা করা হবে৷ আইন আইনের কথে চলবে৷ ভুল তথ্য প্রচার করলে আর ক্ষমা নয়-সাফ কথা মন্ত্রী পীযূষ হাজারিকার৷