লিভারের রোগে আক্রান্ত রিম্পির চিকিৎসার ব্যবস্থা বিধায়ক বিজয়ের
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত ঘোষের স্ত্রী রিম্পি ঘোষ দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছেন৷ শিলচরের চিকিৎসকরাও বরাকের বাইরে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বলে পারিবারিক সূত্রের খবর৷ কারণ, রিম্পির লিভারের সমস্যা এখন খুব জটিল, তাই শারীরিক পরিস্থিতি অনুযায়ী শিলচরের বাইরেই পরিষেবা পাওয়া যাবে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ তবে, বাইরে গিয়ে স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা বা এর জন্য আর্থিকভাবে মোটেই স্বচ্ছল নন দেবব্রত বাবু৷ ক্ষমতাও নেই তাঁর৷ বিষয়টি জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার৷ বর্তমানে তিনি নির্বাচনী কাজে পশ্চিমবঙ্গে রয়েছেন৷ তবে, ফোনে পুরো বিষয় খতিয়ে দেখেন৷ দেবব্রত বাবুকে হায়দ্রাবাদে স্ত্রী’র চিকিৎসা করাতে পরামর্শ দেন৷ তার পাশাপাশি মণ্ডল সভাপতির মাধ্যমে রিম্পি ঘোষের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক অনুদানও পাঠিয়ে দেন বিধায়ক বিজয়৷ তাঁর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন৷