লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাকে প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে
করিমগঞ্জ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার৷ জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়৷ কাছাড় জেলা নির্বাচন অফিসার ২০২৪ সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি EVM/ VVPat এবং অন্যান্য পোল পদ্ধতির ওপর কাছাড় জেলা পরিষদের অফিসের কনফারেন্স হলে একটি প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন৷ এই প্রশিক্ষণ সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে৷ এই কার্যসূচিতে বিভিন্ন লেভেল মাস্টার ট্রেনারদেরকে নিয়োজিত করা হয়েছে বলে জাননো হয়েছে৷
হাইলাকান্দিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সভায় পৌরোহিত্য করে ইতিমধ্যেই গঠন করা সবকটি সেল কার্যকর করার নির্দেশ দেন৷ পাশাপাশি ভোট কর্মী ছাড়া অন্য সব ছেলের প্রশিক্ষণ আগামী ২৯ মার্চের আগে সম্পন্ন করতে বলেন জেলা আয়ুক্ত৷ এছাড়া সবকটি সেলকে তাদের কর্মতৎপরতা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে নীতিকৌশল রচনা করতে সভায় নির্দেশ দেওয়া হয়৷ সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন৷