Updates
লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জে ড্রাই ডে
করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ২৪ এপ্রিল বিকাল ৫-টা থেকে ২৬ এপ্রিল বিকাল ৫-টা পর্যন্ত ড্রাই-ডে ঘোষণা করা হয়েছে।
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ২০১৬ সালের অসম আবগারি আইন ও ধারা অনুসারে করিমগঞ্জের জেলাশাসক এক আদেশ জারি করে ওই সময়সীমায় জেলার সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান, বন্ডেড ওয়ারহাউস ইত্যাদিতে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে ওই সময়সীমায় জেলায় সব মদের দোকান বন্ধ থাকবে।
এছাড়া ৪ জুন ভোট গণনার দিন এবং যদি পুনৰ্ভোট হয়, তা-হলে ওইদিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এই আদেশ কোনওভাবে লঙ্ঘিত হলে আবগারি আইন মোতাবেক সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।