Updates

লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জে ড্রাই ডে

করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ২৪ এপ্রিল বিকাল ৫-টা থেকে ২৬ এপ্রিল বিকাল ৫-টা পর্যন্ত ড্রাই-ডে ঘোষণা করা হয়েছে।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ২০১৬ সালের অসম আবগারি আইন ও ধারা অনুসারে করিমগঞ্জের জেলাশাসক এক আদেশ জারি করে ওই সময়সীমায় জেলার সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান, বন্ডেড ওয়ারহাউস ইত্যাদিতে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে ওই সময়সীমায় জেলায় সব মদের দোকান বন্ধ থাকবে।

এছাড়া ৪ জুন ভোট গণনার দিন এবং যদি পুনৰ্ভোট হয়, তা-হলে ওইদিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এই আদেশ কোনওভাবে লঙ্ঘিত হলে আবগারি আইন মোতাবেক সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button