লোয়াইরপোয়ায় আটক ১ বনদস্যু
লোয়াইরপোয়া : সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান বনজ গাছ কেটে অন্যত্র পাচারের অভিযোগে এক কাঠ মাফিয়াকে আটক করে বুধবার আদালতে সমঝে দিলেন লোয়াইরপোয়া বন বিভাগের কর্মীরা৷ ধৃতের নাম আব্দুল রজ্জাক৷ বাড়ি স্থানীয় বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি জিপির হাতাইয়ারবন্দ গ্রামে৷
লঙ্গাই বিটের নবাগত বিট অফিসার প্রাঞ্জল দাস জানান, সোমবার বন কর্মীদের রুটিন ডিউটিতে বাদশাহি রিজার্ভের বইচাছড়া এলাকায় কতিপয় কাঠ মাফিয়াদের উপস্থিতি পরিলক্ষিত হয়৷ তখন তাদের পিছু ধাওয়া করলে তারা পালিয়ে যায়৷ তবে উদ্ধার হয় কিছু কাঠ চেরার সামগ্রী৷ এতে পলাতকদের চিহ্নিত করতে সক্ষম হন কর্তব্যরত বনকর্মীরা৷
পরে মঙ্গলবার গভীর রাতে লোয়াইরপোয়া ফরেস্ট রেঞ্জ অফিসার গৌতম টিমুং দলবল নিয়ে তদন্তে নেমে অভিযুক্ত আব্দুল রজ্জাককে তার বাড়ি থেকে আটক করেন৷ বুধবার সকালে তাকে করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে সমঝে দিলে আদালতের নির্দেশে তাঁর ঠাই হয় হাজতে৷ বাকিদের ধরতে বন বিভাগের অভিযান চলবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা৷