Barak Valley

লোয়াইরপোয়ায় নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

লোয়াইরপোয়া : শুক্রবার বিকেলে ক্ষতবিক্ষত এক নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় লোয়াইরপোয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরবর্তীতে বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে মরদেহ বাজারিছড়া থানায় নিয়ে যায়৷

এ মর্মে স্থানীয় বাসিন্দা রামসকল কৈরী জানান, শুক্রবার বিকেলে লোয়াইরপোয়াস্থিত বিজেপি মন্ডল কার্যালয়ের লাগোয়া কালীবাড়ি সংলগ্ন লোয়াইরপোয়া-কানমুন সড়কের উপর একটি মৃত নবজাতকের লাশ পথচারীদের নজরে পড়ে৷ মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়৷

এদিকে ওই নবজাতকের শরীরে বেশ ক্ষতের চিহ্নও প্রত্যক্ষ হয়৷ এতে মানুষের ধারণা পাশের ঝোপ থেকে হয়তো বা কোন কুকুর এটিকে টেনে এনেছে৷ কেননা সড়ক লাগোয়া স্থান থেকে একটি ব্যাগ সহ কাপড় পাওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীদের মতে লাশের পাশে কুকুরের উপস্থিতি পরিক্ষিত হয়েছে৷ প্রথমবারের মতো এমন ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা৷ বাজারিছড়া পুলিশের একটি দল নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ স্থানীয় এক গ্রামীণ চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে৷ পাশাপাশি তাঁর ক্লিনিকেও খোঁজ নিচ্ছে৷

এ ব্যপারে পুলিশের তদন্তকারী অফিসার দীপক সিংহ জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনায় জড়িত বলে প্রমাণিত হলে আদালতের হাতে সমঝে দেওয়া হবে৷ তবে এ কান্ডে লিখিত এজাহার দায়ের খবর নেই৷

Show More

Related Articles

Back to top button