শনবিলের উন্নয়নে অর্থ বরাদ্দ চাইলেন বিজয়
গুয়াহাটি : এবার শনবিলের উন্নয়নে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করার দাবি জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ তিনি আজ অসম বিধানসভায় বলেন, রাজ্য সরকারের আগামী অর্থ বছরের বাজেটে যেভাবে দিপর বিলের উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে, ঠিক একইভাবে এশিয়ার ২য় বৃহৎ জলাশয় শনবিলের উন্নয়নে অর্থ বরাদ্দ করা প্রয়োজন৷ আন্তর্জাতিক পর্যটন মঞ্চে যাতে শনবিল উপযুক্ত স্থান লাভ করে সে অনুসারে পরিকাঠামো নির্মাণ প্রয়োজন৷ এজন্য ৩০০-৪০০ কোটি টাকা বরাদ্দ করা দরকার৷ বিধায়ক মালাকার আজ পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার দৃষ্টি আকর্ষণ করে এ আর্জি জানানোর পাশাপাশি আরও বলেন, রাজ্যে হিমন্তবিশ্ব শর্মা সরকার আসীন হবার পর এই প্রথম শনবিলের রাস্তাঘাট তৈরী করা হয়েছে৷ ডোনার মন্ত্রক ও আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই ১ম শনবিল উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে৷ ডোনার মন্ত্রক ও আসাম বিশ্ববিদ্যালয়কে তিনি এজন্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷