শরীর ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ব্যস্ততার ফাঁকেও যোগব্যায়াম চর্চার আহবান
জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দিতেও বুধবার সরকারি উদ্যোগে নবম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দির টাউন হলে এক যোগব্যায়াম শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করে জেলা শাসক নিসর্গ হিভারে তার ভাষণে দৈনন্দিন জীবনে ব্যস্ততার ফাঁকেও সময় বের করে শরীর ও মানসিক স্বাস্থ্য চাঙ্গা রাখতে যোগ ব্যায়ামে সবাইকে অভ্যস্ত থাকতে আহ্বান জানান।
শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করা হয়। এতে গত রবিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত যোগ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ১০ বছরের নিচের ক্যাটাগরিতে ট্রফি লাভ করেন নিহাল দেবনাথ। ১০ থেকে ১৮ বছরের মধ্যের ক্যাটাগরিতে স্মরনিকা ভট্টাচার্য, ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বিশাল চৌধুরী এবং ৩৫ বছরের উপরে হরিমোহন দেবনাথ ট্রফি লাভ করেন।
এছাড়া ওই দিনের শিবিরে অংশগ্রহণকারী সবাইকে প্রশাসনের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। শিবিরটি পরিচালনা করেন চারজন যোগ প্রশিক্ষক শৈবাল দেব, সম্রাট দাস, মমি দাস ও সুহেলি দাস এবং সঞ্চালনা করেন শংকর চৌধুরী।