Barak Valley

শহর করিমগঞ্জে পানীয়জল সরবরাহ ও বিদ্যুৎ সমস্যা সমাধানে DC-কে স্মারকপত্র SUCI-র

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে পানীয়জল সঙ্কট দূর করে সরবরাহ নিয়মিত করার ব্যবস্থা করতে এবং জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুতের যোগান বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য জেলাশাসকের দ্বারস্থ হল SUCI. শহরের এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে সোমবার SUCI-র করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকপত্র পেশ করা হয়৷

স্মারকপত্র পেশ করে দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন, বেশ কিছু দিন ধরে করিমগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের জনগণ যাথাযথ পানীয় জল পাচ্ছেন না৷ যদিও দিনের কোনও একসময় জল পেয়েও থাকেন, তাও কিন্তু পর্যাপ্ত নয়৷ শহরের বিভিন্ন জায়গায় জল সরবরাহের সময় রাস্তার পাশ দিয়ে পাইপলাইন লিক হয়ে জল বেরিয়ে যেতে দেখা যায়৷ দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকার পরও পাইপলাইন সংস্কারের ব্যবস্থা এখনও পর্যন্ত চোখে পড়েনি৷ আর এতে শহরের বিভিন্ন জায়গায় পানীয় জলের সঙ্কট আরও তীব্রভাবে দেখা দিয়েছে৷

তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ ও জরুরি পরিষেবা করিমগঞ্জ শহরে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তাই অবিলম্বে এর বিহিত ব্যবস্থা করতে তিনি দলের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানান৷

অরুণাংশু ভট্টাচার্য বলেন, বিদ্যুৎ বিভাগের ঘনঘন লোডশেডিং, ভোল্টেজ কমে যাওয়ায় শহরবাসী নাজোহাল৷ লোডশেডিঙের জন্য প্রয়োজনীয় ও জরুরি কাজগুলো সাধারণ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে করতে পারছেন না৷ যার ফলে জনগণকে অসহনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে৷

এ ব্যাপারেও যথাযথ পদক্ষেপ তিনি জেলাশাসকের দৃ্ষ্টি আকর্ষণ করেছেন৷ এ সময় উপস্থিত ছিলেন পরিমল চক্রবর্তী, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, অজয় চৌধুরী ও সুজিৎ কুমার পাল৷

Show More

Related Articles

Back to top button