Barak Valley

শারদীয় মেজাজে করিমগঞ্জে বাসন্তী পুজো

করিমগঞ্জ : বাসন্তী পুজোর মেজাজে মেতে উঠেছে সীমান্ত শহর করিমগঞ্জ৷ শারদীয় দুর্গা পূজার মতো একাধিক বাসন্তী বারোয়ারি পুজো অনুষ্ঠিত হচ্ছে শহরে৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলছে পুজোর সংখ্যা৷ শহরের একাধিক মন্দির সহ বারোয়ারি ক্লাবেও পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ এমনকি এবছর আরও নতুন দু’টি পুজোর সংখ্যাও বৃদ্ধি পেয়েছছ শহরে৷

গত ক’বছর থেকে সীমান্ত জেলা করিমগঞ্জেও একাধিক বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ ব্যতিক্রম নয় এবারও৷ উল্টে দু’টি সর্বজনীন পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ আগে একমাত্র টাউন কালীবাড়িতেই বাসন্তী পূজা অনুষ্ঠিত হতো৷ সময়ের সঙ্গে অন্যান্য মন্দিরেও অনুষ্ঠিত হচ্ছে৷ রয়েছে বারোয়ারি পূজাও৷

এবার টাউন কালীবাড়ির সঙ্গে সেটেলম্যান্ট কালীবাড়ি, গাছ কালীবাড়ি, মদন মোহন আখড়ায়ও পূজা অনুষ্ঠিত হচ্ছে৷

আর বারোয়ারি ক্লাবের মধ্যে ডাকবাংলো রোডে রয়াল ষ্টার ক্লাবে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ রয়াল ষ্টার ক্লাবের এবার ২য় বছর বলে জানিয়েছেন ক্লাব সদস্য তথা উপ-পৌরপতি সুখেন্দু দাস নিত্য৷

অন্যদিকে লঙ্গাই রোডে ডিআইসি অফিস প্রাঙ্গণেও বারোয়ারি বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ এই ক্লাবেরও এবার ২য় বছর বলে জানিয়েছেন ক্লাব সদস্য তথা বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য৷

এছাড়া শহরের ২৫ নং ওয়ার্ডের সদস্যরা মিলে রায়নগরের করুনাময়ী কালীমন্দিরে প্রথমবারের মতো সর্বজনীন বাসন্তী পূজার আয়োজন করেছেন৷

Show More

Related Articles

Back to top button