Barak Valley

শিক্ষার অধিকার নিয়ে করিমগঞ্জ রবীন্দ্রসদন কলেজে সচেতনতা সভা

করিমগঞ্জ : শুক্রবার বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার অধিকার নিয়ে করিমগঞ্জের রবীন্দ্রসদন কলেজে একটি সচেতনতা সভা আয়োজিত হয়৷ করিমগঞ্জ জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ দিন লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক তথা মুখ্য বক্তা এম বড়ো শিক্ষার অধিকার নিয়ে ভারতীয় সংবিধানের কোন ধারায় কী বলা হয়েছে তা ছাত্রীদের সামনে তুলে ধরেন৷ তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৬-১৪ বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকার এখন মৌলিক ও আবশ্যিক অধিকার৷ বলেন, শিক্ষার অধিকার এক ধরনের মানবিক অধিকারও৷

লিগ্যাল সার্ভিস অথরিটির অন্যতম সদস্য মুজিবুর চৌধুরী বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের যেন অবশ্যই সরকারিভাবে স্বীকৃত বিদ্যালয়গুলোতে ভর্তি করান৷ যে সব শিক্ষা প্রতিষ্ঠান বৈধ নয় সেখানকার মার্কশিট ও সার্টিফিকেট আইনানুসারে সরকারের কাছে যে কোন সময় অবৈধ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন৷

কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, সংবিধানে শিক্ষার অধিকার কথাটি আসে ২০০২ সালে৷ এরপর ২০০৯ সালে ৬-১৪ বছর পর্যন্ত শিশুদের জন্য শিক্ষার মৌলিক ও আবশ্যিক অধিকার৷ ২০১০ সালের ১ এপ্রিল এই আইনের প্রয়োগ হয়৷ কোনও সরকারি শিক্ষক যে টিউশন পড়াতে পারবেন না তা ২০০৯ সালের শিক্ষার এই সংশোধনী আইনে উল্লেখ আছে বলেও তিনি জানান৷ এই প্রসঙ্গে তিনি নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে বর্তমানে স্কুলশিক্ষার নমুনা এবং পদ্ধতিগুলোরও উল্লেখ করেন৷

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে সচেতনতা সভা আয়োজন করার জন্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে ধন্যবাদ জানান অধ্যাপক এল মার৷ সভায় এ ছাড়াও উপস্থিত ছিলেন লিগ্যাল সার্ভিস অথরিটির অন্যান্য সদস্য ও কলেজ শিক্ষকরা৷

Show More

Related Articles

Back to top button